টাকার কাছে কাঠের পুতুলও হা করে। টাকার কাছে হার মানতে হয় সবাইকে। হারতে হলো বার্সেলোনার মতো বিশ্বসেরা ক্লাবকেও! নেইমারকে কিছুতেই বিক্রি করতে চাইছিল না কাতালন ক্লাবটি। চুক্তির জোর জবরদস্তি তো ছিলই। ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে থেকে যাওয়ার জন্য অনুনয়-বিনয় পর্যন্ত করেছে। কিন্তু কোনো কিছুতেই নেইমারকে ধরে রাখতে পারল না বার্সেলোনা। কাতারি পেট্টো-ডলারের জোরে ঠিকই বার্সার অনুরোধ-ভালোবাসার শিকল ছিঁড়ে নেইমারকে উড়িয়ে নিয়েছে পিএসজি।
বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষর করে পিএসজির হয়ে গেছেন নেইমার। বার্সেলোনায় বসে বার্সেলোনার কর্তারা হয়তো তখন আফসোসের আগুনেই পুড়েছেন, হায়রে টাকার কত জোর! স্রেফ টাকার কাছে হার মেনে প্রিয় খেলোয়াড়কেও হার ছাড়া করতে হয়! পূর্ব গুঞ্জন মতোই রিলিজ ক্লজের পুরো ২২২ মিলিয়ন ইউরো দিয়েই নেইমারকে দলে ভিড়িয়েছে পিএসজি। দুনি আগেও যিনি নিজেকে বার্সেলোনার খেলোয়াড় হিসেবে পরিচয় দিতেন, রেকর্ড চুক্তির পর সেই নেইমার পিএসজিকে আখ্যায়িত করলেন ‘আমার ক্লাব’ হিসেবে।
কথাটা শুনে বার্সা কর্তাদের মুখ দিয়ে হয়তো অবচেতন মনেই বেরিয়ে গেছে, হায়রে টাকা! শুধু টাকার জন্যই নয়, বার্সেলোনার মতো বিশ্বসেরা ক্লাব ছেড়ে নেইমারের পিএসজিতে যোগ দেওয়ার পেছনে আরও অনেক কারণই দেখছেন ফুটবলবোদ্ধারা। লিওনেল মেসির ছায়া থেকে বেরিয়ে এসে বিশ্বসেরা ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়েই নাকি পিএসজিতে নেইমার। তবে সেসব কারণই নেইমারের দিক থেকে। বার্সেলোনা হারটা কেবলই টাকার কাছে!
রিলিজ ক্লজের পুরো টাকা যদি না দিত, তাহলে কোনো ভাবেই বার্সা থেকে নেইমারকে তারা নিতে পারত না পিএসজি। বার্সার হারটা তাই টাকার কাছেই। এই হারে অবশ্য বিশাল অঙ্কের লাভও হয়েছে বার্সেলোনার। ২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে নেইমারকে বার্সা দলে টেনেছিল ৫৭/১ মিলিয়ন ইউরো খরচ করে। ৪ বছর পর সেই নেইমারকে বিক্রি করে মিলল ২২২ মিলিয়ন ইউরো। লাভ ১৬৪.৯ মিলিয়ন ইউরো!
এই লাভের অঙ্কের টাকা গুণতে বসে বার্সেলোনা কর্তাদের আরও একটা আফসোসে পোড়ার কথা! ২০১৩ সালে চুক্তির সময় বার্সেলোনা নেইমারের রিলিজ ক্লজ ঠিক করেছিল ১৯০ মিলিয়ন ইউরো। কিন্তু তার দিকে বিশ্বের অনেক ক্লাবই দৃষ্টি দেওয়ায় বার্সা ২০১৬ সালে নতুন চুক্তি করার সময় রিলিজ ক্লজটা বাড়িয়ে ২২২ মিলিয়নে নিয়ে ঠেকায় তারা। ভেবেছিল এতো টাকা দিয়ে কেউ নেইমারকে কেনার সাহস দেখাবে না! কিন্তু তাদের সেই ধারণাকে ভুল প্রমাণ করে ছাড়ল পিএসজি।
এখন হয়তো বসে বসে বার্সা কর্তারা আফসোস করছেন, রিলিজ ক্লজটা যদি আরও বাড়িয়ে ৩০০-৪০০ মিলিয়ন করতাম!


No comments:
Post a Comment